হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৫

পরিচ্ছেদঃ ২. পরিবর্তিত পানির হুকুম

৪৫(৫). আবূ বকর আশ শাফিঈ (রহঃ) ... রাশেদ ইবন সা’দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন কিছু পানিকে অপবিত্র করতে পারে না—যাবত তার ঘ্রাণ অথবা স্বাদ বিকৃত না হয়। এটি মুরসাল হাদীস। আবু উসামা এ সনদ সূত্র রাশেদ পর্যন্ত শেষ করেছেন।

بَابُ الْمَاءِ الْمُتَغَيِّرِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، نَا عِيسَى بْنُ يُونُسَ ، نَا الْأَحْوَصُ بْنُ حَكِيمٍ ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْمَاءُ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَيْهِ رِيحُهُ أَوْ طَعْمُهُ " . مُرْسَلٌ ، وَوَقَفَهُ أَبُو أُسَامَةَ عَلَى رَاشِدٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ রাশেদ ইবনে সা'দ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ