হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪২২৩
পরিচ্ছেদঃ (ফারা এবং ‘আতীরা)
৪২২৩. ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এখন ফারা এবং ’আতীরা নেই।
উষ্ট্রী প্রথমবার যেই বাচ্চা প্রসব করে তা মূর্তির নামে যবেহ করা হতো, একে ফারা' বলা হয়।
আতীরা - রজব মাসে যে বকরী যবেহ করা হয়। তাকে আজরা বলা হতো।
-
তাহক্বীকঃ সহীহ। ইবন মাজাহ ৩১৬৮, মুখতাসার মুসলিম ১২৬০, ইরওয়া ১১৮০, সহীহ জামে' আস-সগীর ৭৫৪৪।
باب
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah said:
"There is no fara' and no' Atirah."