হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৭৫
পরিচ্ছেদঃ ৩৭. মুহরিম ব্যক্তির বিবাহের অনুমতি
৩২৭৫. মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু শা’সা (রহঃ) থেকে বর্ণিত। ইবন আব্বাস (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনাকে বিবাহ করেন, তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন।
তাহক্বীকঃ শায।
الرُّخْصَةُ فِي نِكَاحِ الْمُحْرِمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ أَبِي الشَّعْثَاءِ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ
It was narrated from Abu Ash-Sha'tha' that Ibn 'Abbas told him:
"The Prophet married Maimunah when he was a Muhrim."