হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৫৫২
পরিচ্ছেদঃ ৬২. হিসাব করে সাদাকা করা প্রসঙ্গে
২৫৫২. মুহাম্মদ ইকূল আদম (রহঃ) ... আসমা বিনত আবু বকর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছেনঃ তুমি হিসাব করে খরচ (দান) করবে না নতুবা আল্লাহ তা’আলাও তোমাকে হিসাব করে দিবেন।
তাহক্বীকঃ সহীহ। সহীহ আবু দাউদ ১৪৯০।
الْإِحْصَاءُ فِي الصَّدَقَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ عَنْ عَبْدَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا لَا تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ
It was narrated from Asma' bint Abi Bakr that the Prophet said to her:
"Do not count what you give, otherwise Allah, the Mighty and Sublime, will count what He gives to you."