হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪১০৩
পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - কুকুর সম্পর্কে বর্ণনা
৪১০৩-[৬] ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের পরস্পরের মধ্যে লড়াই করাতে নিষেধ করেছেন। (তিরমিযী ও আবূ দাঊদ)[1]
[1] য‘ঈফ : তিরমিযী ১৭০৮, আবূ দাঊদ ২৫৬২, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৬০৩৬।
হাদীসটির সানাদ য‘ঈফ, সনদে আছে ‘‘আবূ ইয়াহ্ইয়া আল ক্যুআত’’ নামক একজন য‘ঈফ রাবী। এছাড়াও হাদীসটির সানাদ মুত্তাসিল না মুরসাল, এ বিষয়েও মতভেদ আছে। য‘ঈফ আবূ দাঊদ ২/৩১৬ পৃঃ, হাঃ ৫৬। সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৬৮৭৮, মুসনাদে আবূ ইয়া‘লা ২৫০৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০৯৬০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০২৭৭।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّحْرِيشِ بَيْنَ الْبَهَائِمِ. رَوَاهُ التِّرْمِذِيُّ
ব্যাখ্যাঃ চতুষ্পদ প্রাণীর মাঝে লড়াই বাধিয়ে দেয়া, তাদের একে অপরের উপর উত্তেজিত করা। যেমন- উট, ষাড় ও মোরগের মাঝে লড়াই বেধে দেয়া হয়। এটা নিষিদ্ধ হওয়ার কারণ হলো, এটা প্রাণীদের জন্য অত্যন্ত কষ্টকর এবং ক্ষতির কারণ। এতে কোন উপকারিতা নেই বরং অনর্থক একটি বিষয় বিধায় এটা নিষিদ্ধ। (তুহফাতুল আহ্ওয়াযী ৫ম খন্ড, হাঃ ১৭০৮)