হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪০৯৭
পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৪০৯৭-[৩৪] জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সামুদ্রিক প্রাণী (যেগুলো খাওয়া হালাল) সেগুলোকে আল্লাহ তা’আলা আদম সন্তানের জন্য যাবাহ করেছেন। (দারাকুত্বনী)[1]
[1] য‘ঈফ : দারাকুত্বনী ৪, আল জামি‘উল কাবীর লিস্ সুয়ূত্বী ১০৮৯, হাদীসটি য‘ঈফ দেখুন- তানক্বীহুত্ তাহক্বীক ফী আহাদীসিত্ তা‘লীক ২/২৯৭ পৃঃ, মাসআলাহ্ ৭৫৮, লেখক : ইমাম যাহাবী।
এ হাদীসটির সনদে ‘‘হামযাহ্’’ নামের বর্ণনাকারী মাতরূক, হাদীস তৈরি করার অভিযোগে অভিযুক্ত। তার প্রসিদ্ধ নাম হামযাহ্ ইবনু আবূ হামযাহ্ আল জু‘ফী।
الْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا من دَابَّة إِلَّا وَقَدْ ذَكَّاهَا اللَّهُ لِبَنِي آدَمَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ