হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১১২৭
পরিচ্ছেদঃ ১২. সন্তানকে দুধ খাওয়ান প্রসঙ্গ - এক চুমুক অথবা দুই চুমুক দুধ পান করা প্রসঙ্গে
১১২৭। ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ঢোক অথবা দু’ ঢোক পান করাতে বৈবাহিক সম্পর্ককে হারাম করে না।[1]
[1] মুসলিম ১৪৫০, তিরমিযী ১১৫০, নাসায়ী ৩৩১০, আবূ দাউদ ২০৬৩, ইবনু মাজাহ ১৯৪১, আহমাদ ২৩৫০৬, ২৪১২৩, দারেমী ২২৫১।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا تُحَرِّمُ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ». أَخْرَجَهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم (1450)، ووقع في «أ»: «ولا المصتان». بزيادة: لا