হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৫৭

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - যে ব্যক্তি দিবা-রাতে ১২ রাক’আত নফল সালাত আদায় করবে তার প্রতিদান

৩৫৭। তিরমিযীতে অনুরূপই আছে, তবে যা বৃদ্ধি করেছেন (তা হলো) : যুহরের পূর্বে চার রাক’আত ও পরে দু রাক’আত, মাগরিবের পরে দু’রাক’আত, ’ইশার পরে দু’রাক’আত, ফজরের পূর্বে দু’রাক’আত।[1]

وَلِلتِّرْمِذِيِّ نَحْوُهُ, وَزَادَ: أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا, وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ, وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ, وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ - صحيح. رواه الترمذي (415) من حديث أم حبيبة وقال: حسن صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু হাবীবা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ