হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩০৬
পরিচ্ছেদঃ ৭. সালাত সম্পাদনের পদ্ধতি - দুর্ঘটনা বা বিপদে দু’আয়ে কুনূত পাঠ করা শরীয়তসম্মত
৩০৬। তাঁর [আনাস (রাঃ)] থেকেই বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোন সম্প্রদায়ের পক্ষে দু’আ বা বিপক্ষে বদদু’আ (অভিসম্পতি) করার জন্য ’কুনূত’ করতেন। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন।[1]
[1] সিলসিলাহ সহীহাহ হাঃ ৬৩৯, মুসলিম এর শর্তে এ হাদীসের সানাদ সহীহ।
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم: كَانَ لَا يَقْنُتُ إِلَّا إِذَا دَعَا لِقَوْمٍ, أَوْ دَعَا عَلَى قَوْمٍ. [ص: 90] صَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ - صحيح. رواه ابن خزيمة (620)