হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৯৯
পরিচ্ছেদঃ ৭. সালাত সম্পাদনের পদ্ধতি - সাজদার সময় দু’হাত যেভাবে রাখতে হবে
২৯৯. বারা’আ বিন ’আযিব (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি যখন সিজদা করবে তখন তোমার দু-হাতের তালু মাটিতে রাখবে ও কনুইদ্বয় উঁচু করে রাখবে।[1]
[1] মুসলিম ৪৯৪, নাসায়ী ১১:০৪, আবূ দাউদ ৮৯৬), আহমাদ ১৮০২২, ১৮১২৫, ১৮২২৬
وَعَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا سَجَدْتَ فَضَعْ كَفَّيْكَ, وَارْفَعْ مِرْفَقَيْكَ». رَوَاهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم (494)