হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৩৯
পরিচ্ছেদঃ ৫. সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্ৰদান - সালাতে কোমরে হাত দেয়া নিষেধ
২৩৯. বুখারীতে ’আয়িশা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসে আছে- ’মুখতাসির বা কোমরে হাত রাখা অবস্থায় সালাতে দাঁড়ান’ হচ্ছে ইয়াহুদ জাতির কাজ।[1]
[1] মারফূ’ হিসেবে সহীহ। বুখারী ৩৪৫৮ হাদীসটিকে মাসরুক সূত্রে আয়িশাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি কোন মুসল্লীর সালাতরত অবস্থায় কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন। তিনি বলেন, ইহুদীরা এরকম করে থাকে।
وَفِي الْبُخَارِيِّ: عَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ ذَلِكَ فِعْلُ الْيَهُودِ - صحيح موقوفا. رواه البخاري (3458) من طريق مسروق، عن عائشة - رضي الله عنها- كانت تكره أن يجعل المصلي يده في خاصرته، وتقول: إن اليهود تفعله