হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৭৮
পরিচ্ছেদঃ ৬. উযূ বিনষ্টকারী বিষয় সমূহ - যিকর করার জন্য উযূ শর্ত নয়
৭৮। ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, ’রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর যিকরে মত্ত থাকতেন’। বুখারী একে মুআল্লাক বা সানাদবিহীন বর্ণনা করেছেন।[1]
[1] ইমাম বুখারী এক মুয়াল্লাক হিসেবে বর্ণনা করেছেন "(ফাতহুল বারী ২১৪), আর ইমাম মুসলিম একে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন।
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ. رَوَاهُ مُسْلِمٌ, وَعَلَّقَهُ الْبُخَارِيُّ - صحيح. علقه البخاري (214/فتح)، ووصله مسلم (373)
Narrated ‘Aisha (rad):
Allah’s Messenger (ﷺ) used to mention Allah’s Name (praise Him) at all times. [Reported by Muslim and Al-Bukhari recorded it as Mu’allaq (suspended)].