হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৪২
পরিচ্ছেদঃ ৩৮. নির্ভরযোগ্য বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা প্রসঙ্গে
৪৪২. তাউস হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: অচিরেই শয়তানের দলবল প্রকাশ পাবে, যাদেরকে সুলাইমান আলাইহিস সালাম বন্দী করে রেখেছিলেন। তারা লোকদেরকে দীনের জ্ঞান (অপর বর্ণনায়: কুরআন) শিক্ষা দেবে।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, কেননা, রাবী লাইছ যয়ীফ। আর এটি মাওকুফ হাদীস। (তবে কিছুটা শব্দের পার্থক্যসহ হাদীসটি আমর ইবনুল আস রা: হতে অপর সনদে ইমাম মুসলিম তার সহীহ মুসলিমের মুকাদ্দামা নং ৬ এর পরে উল্লেখ করেছেন। সেখানে যয়ীফ রাবী লাইছ নেই।- যার সনদ সহীহ। ওয়াল্লাহু আ’লামু।- অনুবাদক)
তাখরীজ: মুসলিম, মুকাদ্দিমাহ ৭; আব্দুর রাযযাক, আল মুছান্নাফ নং ২০৮০৭;
এছাড়া ইবনু আদী, আল কামিল ১/৫৯; তাবারাণী, আল কাবীর; সুয়ূতী, লা’আলী আল মাসনু’আহ ১/২৫০; খতীব, আল ফাকীহ ওয়াল মুতাফাকিহ ২/১৫৩ এর সনদের মুহাম্মদ ইবনু খালিদকে ইবনু মাঈন মিথ্যা বলেন বলে অভিযুক্ত করেছেন।
بَابٌ فِي الْحَدِيثِ عَنِ الثِّقَاتِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، عَنْ لَيْثٍ، عَنْ طَاوُسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يُوشِكُ أَنْ يَظْهَرَ شَيَاطِينُ قَدْ أَوْثَقَهَا سُلَيْمَانُ عَلَيْهِ السَّلَامُ يُفَقِّهُونَ النَّاسَ فِي الدِّينِ إسناده ضعيف لضعف ليث بن أبي سليم. وهو موقوف