হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৮৫৯
পরিচ্ছেদঃ দাজ্জাল ও তার পরিচয়
(৩৮৫৯) মুগীরা ইবনে শু’বা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাজ্জাল সম্পর্কে যত জিজ্ঞাসা করেছি, তার চেয়ে বেশি আর কেউ করেনি। তিনি আমাকে বললেন, ও তোমার কী ক্ষতি করবে? আমি বললাম, ’লোকেরা বলে যে, তার সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে।’ তিনি বললেন, আল্লাহর কাছে তা অতি সহজ।
(বুখারী ৭১২২, মুসলিম ৫৭৪৯)
وَعَنِ الْمُغِيرَةِ بنِ شُعبَةَ قَالَ : مَا سَأَلَ أَحَدٌ رَسُوْلَ اللهِ ﷺ عَن الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُهُ ؛ وَإِنَّهُ قَالَ لِي مَا يَضُرُّكَ؟ قُلْتُ : إِنَّهُمْ يَقُولُونَ : إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ وَنَهَرَ مَاءٍ قَالَ هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلكَ متفق عليه