পরিচ্ছেদঃ দু‘আর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী (ﷺ) এর কতিপয় দু‘আর নমুনা
(৩৬৬৫)আবূল ফাযল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বললাম, ’হে আল্লাহর রসূল! আমাকে এমন জিনিস শিক্ষা দান করুন, যা মহান আল্লাহর কাছে চেয়ে নেব।’ তিনি বললেন, ’’আল্লাহর নিকট নিরাপত্তা চাও। অতঃপর আমি কিছুদিন থেমে থাকার পর পুনরায় এসে বললাম, ’হে আল্লাহর রসূল! আমাকে এমন জিনিস শিখিয়ে দিন, যা আল্লাহর কাছে চেয়ে নেব।’ তিনি আমাকে বললেন, হে আব্বাস! হে আল্লাহর রসূলের চাচা! আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা প্রার্থনা কর।
وَعَنْ أَبِـي الْفَضْلِ الْعَبَّاسِ بْنِ عَبدِ الْمُطَّلِبِ قَالَ : قُلْتُ : يَا رَسُوْلَ اللهِ عَلِّمْنِي شَيْئاً أَسْألُهُ اللهَ تَعَالٰـى، قَالَ سَلوا اللهَ العَافِيَةَ فَمَكَثْتُ أَيَّاماً، ثُمَّ جِئْتُ فَقُلتُ : يَا رَسُوْلَ اللهِ عَلِّمْنِي شَيْئاً أَسْألُهُ الله تَعَالٰـى قَالَ لِـيْ يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللهِ سَلُوا اللهَ العَافِيَةَ في الدُّنيَا وَالآخِرَةِ رواه الترمذي وقال حديث حسن صحيح