হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৮৬৭
পরিচ্ছেদঃ আয়েশা (রাঃ) এর মাহাত্ম্য
(২৮৬৭) একদা আমর বিন আস (রাঃ) তাঁকে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে) জিজ্ঞাসা করলেন, ’লোকেদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়তম কে?’
উত্তরে তিনি বললেন, ’আয়েশা।’
-পুরুষদের মধ্যে কে?
তিনি বললেন, ’তার আব্বা।’
-তারপর কে?
তিনি বললেন, ’উমার বিন খাত্ত্বাব।’
অতঃপর আরো কিছু লোকের নাম নিলেন।
(বুখারী ৪৩৫৮, মুসলিম ৬৩২৮)
عَنْ عَمْرٍو بْنِ الْعَاصِ قَالَ قُلْتُ لِرَسُوْلِ اللهِ ﷺ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ عَائِشَةَ قُلْتُ مِنْ الرِّجَالِ قَالَ أَبُوهَا قُلْتُ ثُمَّ مَنْ؟ قَالَ عُمَرُ فَعَدَّ رِجَالًا