হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৭৬৬
পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর বীরত্ব
(২৭৬৬) আলী (রাঃ) আরো বলেছেন, ’যুদ্ধ যখন তীব্র হয়ে উঠত এবং উভয় পক্ষ লড়াইয়ে লিপ্ত হত, আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আড়ালে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতাম। ফলে তিনি ছাড়া আমাদের মধ্যে কেউ শত্রুর অধিক নিকটবর্তী থাকত না।
(আহমাদ ১৩৪৬, নাসাঈর কুবরা ৮৬৩৯, হাকেম ২৬৩৩, আবূ য়্যা’লা ৩০২, সহীহ সনদে)
عَنْ عَلِيًّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كُنَّا إِذَا حَمِيَ الْبَأْسُ وَ لَقِيَ الْقَومُ الْقَوْمَ اِتَّقَيْنَا بِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ فَلَا يَكُوْنُ أَحَدٌ مِّنَّا أَدْنَى إِلَى الْقَوْمِ مِنْهُ