হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৭৫৭
পরিচ্ছেদঃ আত্মীয়তা অক্ষুন্ন রাখার গুরুত্ব
(১৭৫৭) আবূ মুহাম্মাদ জুবাইর ইবনে মুত্বইম (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুফিয়ান তাঁর বর্ণনায় বলেন, অর্থাৎ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
(বুখারী ৫৯৮৪, মুসলিম ৬৬৮৪-৬৬৮৫, তিরমিযী)
وَعَن أَبي مُحَمَّدٍ جُبَيرِ بنِ مُطعِمٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَلاَ يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ قَالَ سُفيَانُ في رِوَايَتِهِ : يَعْنِي : قَاطِعُ رَحِم مُتَّفَقٌ عَلَيهِ