হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২২৯৪
পরিচ্ছেদঃ ৪০. যিনি ফাতিমাহ (রাঃ)-এর হাদীসটি অস্বীকার করেন
২২৯৪। সুলায়মান ইবনু ইয়াসার (রহ.) থেকে ফাতিমাহর চলে যাওয়ার বিষয়ে বর্ণিত। তিনি বলেন, তার অশোভনীয় আচরণের কারণে তা হয়েছিল।[1]
দুর্বল।
[1]. সনদ দুর্বল। কারণ এটি মুরসাল বর্ণনা। অনুরূপ বলেছেন আল্লামা মুনযিরী।
بَابُ مَنْ أَنْكَرَ ذَلِكَ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ سُفْيَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، فِي خُرُوجِ فَاطِمَةَ، قَالَ: إِنَّمَا كَانَ ذَلِكَ مِنْ سُوءِ الْخُلُقِ ضعيف
Sulaimah bin Yasar said about leaving the house by Fathimah “That was due to her bad manners.”