হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৫৫৭
পরিচ্ছেদঃ ১১/২২. জানাযা তাকবীর সংক্রান্ত।
৫৫৭. জাবির (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহামা নাজাশীর জানাযার সালাত আদায় করলেন, তাতে তিনি চার তাকবীর দিলেন।
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৬৫, হাঃ ১৩৩৪; মুসলিম, পৰ্ব ১১: জানাযা, অধ্যায় ২২, হাঃ ৯৫২
في التكبير على الجنازة
حديث جَابِرٍ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ، فَكَبَّرَ أَرْبَعًا