হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০৭৫

পরিচ্ছেদঃ ২১৮. জুমু‘আহর দিন ফজরের সালাতে যে সূরাহ পড়বে?

১০৭৫। মুখাব্বিল (রহঃ) হতে উপরোক্ত হাদীসটি একই সানাদে ও অর্থে বর্ণিত হয়েছে। তাতে এও রয়েছেঃ জুম্মার সালাতের ক্বিরাআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাহ জুমু’আহ ও সূরাহ ’’ইযা জাআকাল মুনাফিকুল’’ পাঠ করতেন।[1]

সহীহ : মুসলিম।

باب مَا يُقْرَأُ فِي صَلَاةِ الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مُخَوَّلٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَزَادَ فِي صَلَاةِ الْجُمُعَةِ بِسُورَةِ الْجُمُعَةِ وَ ‏(‏إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ)‏ ‏.‏ - صحيح : م


This tradition has also been transmitted through a different chain of narrators. This version adds:
In the Friday prayer he would recite Surah al-Jumu’ah (lxxi) and Surah al-Munafiqunn .


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ