হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৯৮৬
পরিচ্ছেদঃ ১৮৫. নীরবে তাশাহ্হুদ পাঠ
৯৮৬। ’আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তাশাহহুদ আস্তে পড়া সুন্নাত।[1]
সহীহ।
[1] তিরমিযী (অধ্যায় : সালাত, অনুঃ নীরবে তাশাহহুদ পড়বে, হাঃ ২৯১, ইউনূস ইবনু বুকাইর হতে..। ইমাম তিরমিযী বলেন, ইবনু মাসউদের হাদীসটি হাসান ও গরীব। ‘আলিমগণ এ হাদীস মোতাবেক ‘আমল করেন), হাদীসটি হাকিম বর্ণনা করেছেন (২৩০) ‘আবদুল ওয়াহিদ ইবনু যিয়াদ হতে তিনি হাসান ইবনু ‘উবাইদুল্লাহ হতে তিনি ‘আবদুর রহমান ইবনুল আসওয়াদ হতে। ইমাম হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্ত মোতাবেক সহীহ, তবে তাঁরা এটি বর্ণনা করেননি। ইমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন।
باب إِخْفَاءِ التَّشَهُّدِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا يُونُسُ، - يَعْنِي ابْنَ بُكَيْرٍ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ مِنَ السُّنَّةِ أَنْ يُخْفَى التَّشَهُّدُ . - صحيح
Narrated Abdullah ibn Mas'ud:
It pertains to the sunnah to utter the tashahhud quietly.