হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৯৪৩
পরিচ্ছেদঃ ১৭৪. সালাতের মধ্যে ইশারা করা প্রসঙ্গে
৯৪৩। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ইশারা করতেন।[1]
সহীহ।
[1] আহমাদ (৩/১৩৮), বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (২/২৬২০), দারাকুতনী (২/৮৪)। ‘আত-তা‘লীকুল মুগনী’ রচয়িতা বলেনঃ এটি সুনান সংকলকগণ ভিন্ন সূত্রে সহীহ সনদে দীর্ঘভাবে বর্ণনা করেছেন।
باب الإِشَارَةِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ شَبُّويَةَ الْمَرْوَزِيُّ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ يُشِيرُ فِي الصَّلَاةِ . - صحيح
Narrated Anas ibn Malik:
The Prophet (ﷺ) used to make a sign during prayer.