হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৮৪৪
পরিচ্ছেদঃ ১৪২. বিজোড় রাক‘আতের পরে দাঁড়ানোর নিয়ম
৮৪৪। মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি দেখেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিজোড় রাক’আত সমূহে সোজা হয়ে না বসা পর্যন্ত দাঁড়াতেন না।[1]
সহীহ : বুখারী।
[1] বুখারী (অধ্যায় : আযান, অনুঃ সোজা হয়ে বসা, হাঃ ৮২৩), তিরমিযী (অধ্যায় : সালাত, অনুঃ সিজদা্ হতে উঠার পদ্ধতি, হাঃ ২৮৭, ইমাম তিরমিযী বলেন, মালিক ইবনু হুওয়াইরিসের হাদীসটি হাসান ও সহীহ), নাসায়ী (অধ্যায় : তাত্ববীক্ব, হাঃ ১১৫১) হুশাইম হতে।
باب النُّهُوضِ فِي الْفَرْدِ
- حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلي الله عليه وسلم إِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا . - صحيح : خ
Abu Qilabah said:
Malik b. al-Huwairith saw that the prophet (may peace by upon him) would not stand at the end of the first or the third rak’ah until he sat down straight.