হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪৮৯
পরিচ্ছেদঃ ২৪. যেসব জায়গায় সালাত আদায় করা জায়িয নয়
৪৮৯। আবূ যার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রসূলূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার জন্য (অর্থাৎ আমার উম্মাতের জন্য) সমগ্র জমিনকে পবিত্র এবং মাসজিদ (সিজদার স্থান) বানানো হয়েছে।[1]
সহীহ : বুখারী ও মুসলিমে জাবির সূত্রে।
[1] আহমাদ (৫/১৪৫, ১৪৭) দারিমী (অধ্যায়ঃ সিয়ার, অনুঃ আমাদের পূর্বেকার কারোর জন্য গানীমাত হালাল ছিলো না। হাঃ ২৪৫৭) উবাই ইবনু উমাইর সূত্রে, হাদীসটি জাবির ইবনু ‘আব্দুল্লাহ সূত্রে মুত্তাফাকুন আলাইহির বর্ণনা। বুখারী (অধ্যায়ঃ তায়াম্মুম, হাঃ ৩৩৫) মুসলিম (অধ্যায়ঃ মাসাজিদ)।
باب فِي الْمَوَاضِعِ الَّتِي لَا تَجُوزُ فِيهَا الصَّلَاةُ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " جُعِلَتْ لِيَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا " . - صحيح : ق جابر
Narrated AbuDharr:
The earth has been made for me purifying and as a mosque (place for prayer).