হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
        
  
                              ২১৭৪ 
                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
২১৭৪-[৬৬] কা’ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমার দিনে সূরা হূদ পড়বে। (দারিমী হতে মুরসালরূপে বর্ণিত)[1]
 [1] য‘ঈফ : দারিমী ৩৪৪৬, য‘ঈফ আল জামি‘ ১০৭০। কারণ এটি মুরসাল।
                                             
                                          
                  اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَن كَعْب رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم قَالَ: «اقرؤوا سُورَة هود يَوْم الْجُمُعَة» . رَوَاهُ الدِّرَامِي مُرْسلا
ব্যাখ্যা: জুমাহ্ দিবসে সূরা হূদ পড়ার নির্দেশ হলেও কোন সাওয়াবের উল্লেখ নেই, এ সাওয়াবের কথা হয়তো সবাই জানে অথবা এর সাওয়াব অগণিত, সুতরাং নির্দিষ্ট সংখ্যা বর্ণিত হয়নি।
  হাদিসের মানঃ যঈফ (Dai'f)  
                              পুনঃনিরীক্ষণঃ