হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
        
  
                              ২১৭২ 
                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
২১৭২-[৬৪] মাকহূল (রহঃ) বলেছেন, যে লোক জুমার দিনে সূরা আ-লি ’ইমরান পড়বে মালায়িকাহ্ (ফেরেশতাগণ) তার জন্য রাত পর্যন্ত সালাত বা দু’আ করতে থাকবেন। (দারিমী)[1]
 [1] মাওকূফ সহীহ : দারিমী ৩৪৪০।
                                             
                                          
                  اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ مَكْحُولٍ قَالَ: مَنْ قَرَأَ سُورَةَ آلِ عِمْرَانَ يَوْمَ الْجُمُعَةِ صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ إِلَى اللَّيْل. رَوَاهُ الدَّارمِيّ
ব্যাখ্যা: জুমার দিনে যে ব্যক্তি সূরা আ-লি ‘ইমরান পাঠ করে মালায়িকাহ্ (ফেরেশতা) সন্ধ্যা পর্যন্ত তার জন্য সালাত পাঠ করে, এর অর্থ হলো মালায়িকাহ্ (ফেরেশতা) তার জন্য দু‘আ-ইস্তিগফার করে থাকে।
  হাদিসের মানঃ সহিহ (Sahih)  
                              পুনঃনিরীক্ষণঃ