হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
        
  
                              ৯৬৮ 
                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৬৮-[১০] আবূ উমামাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! কোন্ (সময়ের) দু’আ (আল্লাহর কাছে) বেশী শ্রুতি হয়। তিনি বললেন, শেষ রাতের মধ্যের (দু’আ) এবং ফরয সালাতের শেষের দু’আ। (তিরমিযী)[1]
 [1] হাসান লিগায়রিহী : তিরমিযী ৩৪৯৯, সহীহ আত্ তারগীব ১৬৪৮।
                                             
                                          
                  وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفُ اللَّيْلِ الآخر ودبر الصَّلَوَات المكتوبات» . رَوَاهُ التِّرْمِذِيّ
ব্যাখ্যা: (جَوْفُ اللَّيْلِ الْاخِرِ) হলো রাতের শেষ অর্ধাংশের মধ্যভাগ। হাদীসে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, রাতের শেষ অর্ধাংশের মধ্যভাগ এবং ফরয সালাতের পর দু‘আ কবূলের সময়।