হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪১৯১
পরিচ্ছেদঃ ৩১/১৯. দুশ্চিন্তা ও কান্নাকাটি
২/৪১৯১। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যা জানি, তা যদি তোমরা জানতে, তাহলে খুব কমই হাসতে এবং প্রচুর কাঁদতে।
সহীহুল বুখারী ৪৬২১, ৬৪৮৬, মুসলিম ৪২৬, ২৩৫৯, নাসায়ী ১৩৬৩, আহমাদ ১১৫৮৬, ১১৮৪৬, ১২১৫৯, ১২৪৪৮, ১২৫৯৭, ১২৭৭৮, ১২৮৬৫, ১৩১১৫, ১৩১৫৯, ১৩২১৯, ১৩৪২৪, ১৩৬৭৩, দারেমী ২৭৩৫, তাখরীজু ফিকহুস সায়রাহ ৪৭৯। তাহকীক আলবানীঃ সহীহ।
بَاب الْحُزْنِ وَالْبُكَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا " .
It was narrated from Anas bin Malik that the Messenger of Allah (ﷺ) said:
“If you knew what I know, you would laugh little and weep much.”
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ