হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৬৩৪
পরিচ্ছেদঃ ২৬/৩৬. কেশ গুচ্ছবদ্ধ করা গুচ্ছহীন রাখা
৪/৩৬৩৪। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছিল সামান্য কোঁকড়ানো এবং দু’ কান ও দু’ কাঁধের মাঝ বরাবর ঝুলানো।
সহীহুল বুখারী ৫৯০৩, ৫৯০৪, ৫৯০৫, ৫৯০৬, মুসলিম ২৩৩৮, নাসায়ী ৫০৫৩, ৫২৩৪, ৫২৩৫, আবূ দাউদ ৪১৮৫, ৪১৮৬, আহমাদ ১১৮৫৬, ১১৯৭৪, ১২৬৯৩, ১৩১৫২, ১৩৪২৯, মুখতাসারুশ শামাইল ১। তাহকীক আলবানীঃ সহীহ।
بَاب اتِّخَاذِ الْجُمَّةِ وَالذَّوَائِبِ
يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَعَرًا رَجِلاً بَيْنَ أُذُنَيْهِ وَمَنْكِبَيْهِ.
It was narrated that Anas said:
“The hair of the Messenger of Allah (ﷺ) was wavy, and (hung down) between his ears and his shoulders.”