হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৬২৮
পরিচ্ছেদঃ ২৬/৩৫. যে ব্যক্তি খেযাব বর্জন করে
১/৩৬২৮। আবূ জুহাইফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এ অংশটা অর্থাৎ তাঁর চিবুকের নিচের ও উপরের কিছু চুল সাদা দেখেছি।
সহীহুল বুখারী ৩৫৪৩, ৩৫৪৪, মুসলিম ২৩৪২, ২৩৪৩, তিরমিযী ২৮২৬, ২৮২৭, আহমাদ ১৮২৬৮, ১৮২৭৫। তাহকীক আলবানীঃ সহীহ।
بَاب مَنْ تَرَكَ الْخِضَابَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذِهِ مِنْهُ بَيْضَاءُ . يَعْنِي عَنْفَقَتَهُ .
It was narrated that Abu Juhaifah said:
“I saw the Messenger of Allah (ﷺ), and this part of his hair was white” – meaning the tuft of hair between the lower lip and the chin.