হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৬০৯
পরিচ্ছেদঃ ২৬/২৫. যে ব্যক্তি মৃত জীবের চামড়া প্রক্রিয়াজাত করার পর পরিধান করে।
১/৩৬০৯। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে কোন চামড়া প্রক্রিয়াজাত করা হলেই তা পাক হয়ে যায়।
সহীহুল বুখারী ১৪৯২, ২২২১, ৫৫৩১, ৫৫৩২, মুসলিম ৩৬৩, ৩৬৬, ৬০০, তিরমিযী ১৭২৭, ১৭২৮, নাসায়ী ৪২৩৮, ৪২৪১, ৪২৪২, আবূ দাউদ ৪১২৩, আহমাদ ১৮৯৮, ২০০৪, ২১১৮, ৩১৮৮, মুয়াত্তা মালেক ১০৭৯, দারেমী ১৯৮৫, ১৯৮৬, গায়াতুল মারাম ২৮, রাওদুন নাদীর ৪১৩। তাহকীক আলবানীঃ সহীহ।
بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ " .
It was narrated that Ibn ‘Abbas said:
“I heard the Messenger of Allah (ﷺ) say: ‘Any skin that has been tanned has been purified.’”