হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২১৯২
পরিচ্ছেদঃ ১২/২২. ‘উরবান ধরনের ক্রয়-বিক্রয়।
১/২১৯২। ’আমর ইবনে শু’আইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’উরবান ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
ইবনু মাজাহ ২১৯৩, আবূ দাউদ ৩৫০২, মিশকাত ২৮৬৪।
তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী মালিক বিন আনাস ও আমর বিন শু'আয়ব এর মাঝে ইনকিতা সংগঠিত হয়েছে।
بَاب بَيْعِ الْعُرْبَانِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ بَلَغَنِي عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الْعُرْبَانِ .
It was narrated from 'Amr bin Shu'aib, from his father, from his grandfather that :
the Prophet (ﷺ) forbade the deal involving earnest money .