হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৪৮৮

পরিচ্ছেদঃ হাত দিয়ে তাসবীহ গণনা করা

৩৪৮৮. হারুন ইবন আবদুল্লাহ বাযযার (রহঃ) ..... হাসান (রহঃ) থেকে বর্ণিত, তিনি আল্লাহ তা’আলার বানীঃ (ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً) প্রসঙ্গে বলেছেনঃ দুনিয়ার কল্যাণ হল জ্ঞান ও ইবাদত এবং আখিরাতের কল্যাণ জান্নাত।

হাসান, তাফসীর তাবারী ৪/২০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮৮ [আল মাদানী প্রকাশনী]

মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও অনুরূপ বর্ণিত আছে।

باب مَا جَاءَ فِي عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، فِي قَوْلِهِ ‏:‏ ‏(‏ ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً ‏)‏ قَالَ فِي الدُّنْيَا الْعِلْمَ وَالْعِبَادَةَ وَفِي الآخِرَةِ الْجَنَّةَ ‏.‏


Hisham bin Hassan narrated from Al-Hasan :
concerning the saying of Allah: O our Lord, give us good in this world, and good in the Hereafter. He said: “Knowledge and worship in this world, and Paradise in the Hereafter.”