হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২২৮৫

পরিচ্ছেদঃ কেউ যদি মিথ্যা স্বপ্ন বলে।

২২৮৫. কুতায়বা (রহঃ) ..... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে ইবন আব্বাস, আবূ হুরায়রা, আবূ শুরায়হ, ওয়াছিলা ইবন আসকা’ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ রিওয়ায়াতটি (২২৮৫ নং) প্রথমটি-(২২৮৪ নং)-এর তুলনায় অধিক সহীহ।

তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮২ [আল মাদানী প্রকাশনী]

بَابٌ فِي الَّذِي يَكْذِبُ فِي حُلْمِهِ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنِ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي شُرَيْحٍ وَوَاثِلَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ ‏.‏


(another chain) from Abu 'Abdur-Rahman As-Sulami who narrated from 'Ali from the Prophet with similar narrations. [He said:
This narration is Hasan.] There are narration on this topic from Ibn 'Abbas, Abu Hurairah, Abu Shuraih and Wathilah bin Al-Asqa'.