হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪০১৪

পরিচ্ছেদঃ ১১. মহিলাদের খালিস রেশমী বস্র পরিধান করা।

৪০১৪. আমর ইবনে উছমান (রহঃ) .... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উম্মু কুলছুম বিনত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমী পাড়ওয়ালা চাদর ব্যবহার করতে দেখেছি।

باب فِي الْحَرِيرِ لِلنِّسَاءِ

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، وَكَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيَّانِ، قَالاَ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ، رَأَى عَلَى أُمِّ كُلْثُومٍ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُرْدًا سِيَرَاءَ ‏.‏ قَالَ وَالسِّيَرَاءُ الْمُضَلَّعُ بِالْقَزِّ ‏.‏


Anas b. Malik said that he saw a striped garment over Umm Kulthum, daughter of the Messenger of Allah (ﷺ). He said:
The word "siyara" means striped with silk.