হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৯৫৯

পরিচ্ছেদঃ ৭৪. মিনাতে নামায (কসর করা এবং না করা)।

১৯৫৯. মুহাম্মদ ইবন আল ’আলা ...... ইমাম যুহরী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাঃ) মিনাতে অবস্থানকালে চার রাক’আত নামায আদায় করেন। আর তা এজন্য যে, তিনি যিল হজ্জের পর মক্কায় অবস্থানের জন্য কৃতসংকল্প ছিলেন।

باب الصَّلاَةِ بِمِنًى

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ عُثْمَانَ، إِنَّمَا صَلَّى بِمِنًى أَرْبَعًا لأَنَّهُ أَجْمَعَ عَلَى الإِقَامَةِ بَعْدَ الْحَجِّ ‏.‏


Narrated Az-Zuhri:

Uthman prayed four rak'ahs at Mina because he resolved to stay there after hajj.