হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৭২

পরিচ্ছেদঃ ২৬৫. ইসতিসকার নামায আদায়কালে দুই হাত তুলে দুয়া করা।

১১৭২. মুসলিম ইবন ইবরাহীম (রহঃ) ...... মুহাম্মাদ ইবন ইবরাহীম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, "আহজার আয-যায়েত" নামক স্থানে ইস্তিস্কার নামায আদায় কালে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উপরের দিকে দুই হাত তুলে দু’আ করতে যারা দেখেছেন, তাঁরা আমাকে এই হাদিস অবহিত করেছেন।

باب رَفْعِ الْيَدَيْنِ فِي الاِسْتِسْقَاءِ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، أَخْبَرَنِي مَنْ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَدْعُو عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ بَاسِطًا كَفَّيْهِ ‏.‏


Narrated Muhammad b. Ibrahim:
A man who witnessed the Prophet (ﷺ) reported to me that he saw the Prophet (ﷺ) praying at Ahjar al-Zait spreading his hands.