হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩৪২

পরিচ্ছেদঃ ২৩৪: জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য

৫০/১৩৪২। উক্ত রাবী (উক্ববাহ ইবনে আমের জুহানী) রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তিকে তীরন্দাজির বিদ্যা শিক্ষা দেওয়া হল, তারপর সে তা পরিত্যাগ করল, সে আমাদের দলভুক্ত নয় অথবা সে অবাধ্যতা করল।” (মুসলিম)[1]

(234) بَابُ فَضْلِ الْـجِهَادِ

وَعَنه: أَنَّه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «مَنْ عُلِّمَ الرَّمْيَ، ثُمَّ تَرَكَهُ، فَلَيْسَ مِنَّا، أَوْ فَقَدْ عَصَى». رواه مسلم

(234) Chapter: Obligation of Jihad


'Uqbah bin 'Amir Al-Juhani (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) said, "He who learnt archery and then neglected it, is not from us." (Or said,) "He has been guilty of disobedience (to Messenger of Allah)."

[Muslim].

Commentary: This Hadith also stresses the importance of the art of archery to the extent that if a Muslim forgets it after learning without a valid reason, he is excluded from the followers of the Prophet (PBUH). Now this exhortation applies with equal force to modern military weapons, and if the present-day Muslims lose their command in handling these weapons, they will be exposed to the consequences of which they have been warned in this Hadith, because their training in this field is essential for upholding the Word of Allah and defending the Muslims. If the Muslims lose proficiency in it after acquiring it, they will be guilty of neglecting a very important Islamic obligation.