হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩৪১

পরিচ্ছেদঃ ২৩৪: জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য

৪৯/১৩৪১। উক্ত রাবী (উক্ববাহ ইবনে আমের জুহানী) রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “অচিরেই তোমাদের জন্য অনেক ভূখণ্ড জয়লাভ হবে এবং (শত্রুদের বিরুদ্ধে) আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবেন। কাজেই তোমাদের কেউ যেন, তার তীর নিয়ে (অবসর সময়ে) খেলতে (অভ্যাস করতে) অক্ষমতা প্রদর্শন না করে।” (মুসলিম)[1]

(234) بَابُ فَضْلِ الْـجِهَادِ

وَعَنهُ، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: «سَتُفْتَحُ عَلَيْكُمْ أَرْضُونَ، وَيَكْفِيكُمُ اللهُ، فَلاَ يَعْجِز أَحَدُكُمْ أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ». رواه مسلم

(234) Chapter: Obligation of Jihad


'Uqbah bin 'Amir Juhani (May Allah be pleased with him) reported:
I heard the Messenger of Allah (ﷺ) saying, "Lands shall be laid open to you, and Allah will suffice you (against your enemies), but none of you should neglect practicing his skill in archery."

[Muslim].

Commentary: Muslims have been informed through this Hadith that gates of conquest of many regions will be opened on them in future. Almighty Allah will favour them with special help; and because of this help enemies will not be able to cause any harm to them. But it is essential that they should not slack in acquiring the material resources required for war, nor neglect military preparations and exercises. Modern military weapons and new style of warfare have now taken the place of archery, and Muslims should master all of them.