হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৯৮৮

পরিচ্ছেদঃ ১৭৩: মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে যে দুয়া পড়বে

১/৯৮৮। আবূ মূসা আশ’আরী রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুদলকে ভয় করতেন তখন এই দো’আ পড়তেন, ’’আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফী নুহূরিহিম অনা’ঊযু বিকা মিন শুরূরিহিম।’’ অর্থাৎ হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি। (আবূ দাউদ, নাসাঈ বিশুদ্ধ সূত্রে) [1]

(173) - باب ما يدعو إذا خاف ناساً أو غيرهم

عَنْ أَبِي مُوسَى الأَشعَرِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ إِذَا خَافَ قَوْماً، قَالَ: « اَللهم إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ ». رواه أَبُو داود والنسائي بإسنادٍ صحيحٍ

(173) Chapter: Supplication if one Fears (Harm)


Abu Musa Al-Ashari (May Allah be pleased with him) reported:
When the Messenger of Allah (ﷺ), feared mischief from a people, he would supplicate: "Allahumma inna naj'aluka fi nuhurihim, wa na'udhu bika min shururihim (O Allah! We ask You to face them, and seek Your Protection against their evil."

[Abu Dawud and An- Nasa'i].

Commentary: Allah's Help, we are told, is a protection against all perils. Through this prayer we seek His Help with the conviction that the deceptions and designs of the infidels will turn back upon them.