পরিচ্ছেদঃ ১১৪: দাঁড়িয়ে পান করা
দাঁড়িয়ে পান করা বৈধ; কিন্তু বসে পান করা সর্বোত্তম ও পূর্ণাঙ্গ রীতি। এ মর্মে কাবশার পূর্বোক্ত হাদীসটি দ্রষ্টব্য।
১/৭৭১। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যমযমের পানি পান করিয়েছি। তিনি তা দাঁড়িয়ে পান করেছেন।’ (বুখারী ও মুসলিম) [1]
(114) بَابُ بَيَانِ جَوَازِ الشُّرْبِ قَائِمًا
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سَقَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مِنْ زَمْزَمَ، فَشَرِبَ وَهُوَ قَائِمٌ. متفق عَلَيْهِ
(114) Chapter: Permission to Drink While Standing
Ibn 'Abbas (May Allah be pleased with them) reported:
I served Messenger of Allah (ﷺ) Zamzam water to drink and he drank it while he was standing.
[Al-Bukhari and Muslim].