হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৩৯

পরিচ্ছেদঃ ৫১: আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

২৩/৪৩৯। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এক মহিলাকে চুমা দিয়ে ফেলে। পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বিষয়টি জানায়। তখন আল্লাহ তা’আলা এই আয়াত অবতীর্ণ করেন, ’’দিনের দু’প্রান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম ভাগে নামায কায়েম কর। নিশ্চয়ই পুণ্যরাশি পাপরাশিকে মিটিয়ে দেয়।’’ (সূরা হূদ ১১৪) লোকটি জিজ্ঞেস করল, ’হে আল্লাহর রাসূল! এ কি শুধু আমার জন্য?’ তিনি বললেন, ’’না, এ আমার সকল উম্মতের জন্য।’’ (বুখারী ও মুসলিম) [1]

بَابُ الرَّجَاءِ - (51)

وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه: أنَّ رَجُلاً أصَابَ مِن امْرَأة قُبْلَةً، فَأتَى النَّبيَّ صلى الله عليه وسلم فَأخْبَرَهُ، فَأنْزَلَ اللهُ تَعَالَى: ﴿ وأقم الصلاة طرفي النهار وزلفاً من الليل إن الحسنات يذهبن السيئات﴾ [هود: ١١٤] فَقَالَ الرجل: أَلِي هَذَا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: «لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ ». مُتَّفَقٌ عَلَيهِ

(51) Chapter: Hope in Allah's Mercy


'Abdullah bin Mas'ud (May Allah be pleased with him) reported:
A man kissed a woman and he came to the Prophet (ﷺ) and made a mention of that to him. It was (on this occasion) that this Ayah was revealed:

"And perform As-Salat (Iqamat-As-Salat), at the two ends of the day and in some hours of the night [i.e., the five compulsory Salat (prayers)]. Verily, the good deeds remove the evil deeds (i.e., small sins)". (11:114)

That person said, "O Messenger of Allah (ﷺ), does it concern me only?". He (Messenger of Allah (ﷺ)) said, "It concerns the whole of my Ummah".

[Al-Bukhari and Muslim].

Commentary: This Hadith brings out the following three points:
1. Minor sins are forgiven by virtue of Salat.
2. One must not expose one's sins.