পরিচ্ছেদঃ ৫০: আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করা
৯/৪০৯। উক্ত সাহাবী (আবূ হুরাইরাহ) রাদিয়াল্লাহু ’আনহু থেকেই বর্ণিত, তিনি হলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। অকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, ’’তোমরা জান এটা কি?’’ আমরা বললাম, ’আল্লাহ ও তাঁর রাসূল বেশী জানেন।’ তিনি বললেন, ’’এটা ঐ পাথর, যেটিকে সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এখনই তা জাহান্নামের গভীরতায় (তলায়) পৌঁছল। ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে।’’ (মুসলিম) [1]
بَابُ الْخَوْفِ - (50)
وَعَنهُ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إذْ سَمِعَ وَجْبَةً، فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَا هَذَا ؟ » قُلْنَا: اللهُ وَرَسُولُهُ أعْلَمُ . قَالَ: «هذَا حَجَرٌ رُمِيَ بِهِ في النَّارِ مُنْذُ سَبْعينَ خَريفاً، فَهُوَ يَهْوِي في النَّارِ الآنَ حَتَّى انْتَهَى إِلَى قَعْرِها فَسَمِعْتُمْ وَجْبَتَهَا ». رواه مسلم
(50) Chapter: Fear (of Allah)
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
We were in the company of Messenger of Allah (ﷺ) when we heard a bang. Thereupon Messenger of Allah (ﷺ) said. "Do you know what this (sound) is?" We said, "Allah and His Messenger know better." He (ﷺ) said, "That is a stone which was thrown into Hell seventy years before and it has just reached its bottom".
[Muslim].
Commentary: One can imagine the torments and horrors of Hell from its depth.