পরিচ্ছেদঃ ৪/১৫. পানি দ্বারা শৌচ কাজ করা।
১৫০. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন তখন আমি ও অপর একটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম। অর্থাৎ তিনি তা দিয়ে শৌচকার্য সারতেন। (১৫১, ১৫২, ২১৭, ৫০০; মুসলিম ২/২১, হাঃ ২৭০, আহমাদ ১৩৭১৯, ১৩১০৮) (আধুনিক প্রকাশনীঃ ১৪৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৫২)
প্রাসঙ্গিক আলোচনা
তখনকার যুগে বর্তমান সময়ের মতো অত্যাধুনিক বাথরুম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন, তিনি বাথরুমে যাওয়ার সময় আড়াল করতেন। তাই তিনি একটি বর্শা নিতেন, যার উপর কাপড় দিয়ে আড়াল করে নিয়ে তিনি তার কাজ সারতেন।
হাদীসের শিক্ষা
১. শুধু পানি দিয়ে ইস্তিঞ্জা করা (পবিত্র হওয়া) জায়েয। বরং শুধু পাথরের চেয়ে শুধু পানি দিয়ে ইস্তিঞ্জা করা উত্তম। কারণ, পানি দ্বারা বেশি পবিত্র হওয়া যায়। তবে পাথর ও পানি দু'টি ব্যবহারে নিষেধ নেই। তখন আগে পাথর ব্যবহার করবেন পরে পানি; যাতে করে পরিপূর্ণ পবিত্রতা অর্জিত হয়। ইমাম নাওয়াওয়ী বলেছেন যার ওপর সালাফ ও খালাফের একটি গোষ্ঠী একমত এবং বিখ্যাত ফাতওয়াবিদরা ঐকমত্য পোষণ করেছেন তা হলো, পাথর (ঢিলা) ও পানি উভয়টি ব্যবহার করা উত্তম।
২ মুসলিমের উচিত আগে থেকেই পবিত্রতা অর্জনের ব্যবস্থাপনা রাখা; কারণ হতে পারে তার অব্যবস্থাপনার কারণে প্রয়োজন সেরেই দাঁড়িয়ে যাবে ফলে কাপড়-চোপড় ময়লা করে ফেলবে।
৩. গোপনাঙ্গ ঢাকা ফরয। স্ত্রী ব্যতীত কারো গোপনাঙ্গের দিকে নজর দেয়া জায়েয নয়।
৪. ছোট বাচ্চাদের দ্বারা খেদমত নেয়া জায়েয, যদিও তারা স্বাধীন লোক হয়।
৫. এ হাদীসের মাধ্যমে আনাস রাদ্বিয়াল্লাহু 'আনহুর মর্যাদা ও তার বুদ্ধিমত্তাও সাব্যস্ত হচ্ছে।
بَاب الِاسْتِنْجَاءِ بِالْمَاءِ.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ ـ وَاسْمُهُ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَجِيءُ أَنَا وَغُلاَمٌ مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ. يَعْنِي يَسْتَنْجِي بِهِ.
Narrated Anas bin Malik:
Whenever Allah's Messenger (sallallahu ‘alaihi wa sallam) went to answer the call of nature, I along with another boy used to accompany him with a tumbler full of water. (Hisham commented, "So that he might wash his private parts with it.)"