হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৯৯৪

পরিচ্ছেদঃ কুধারণা পোষণ করা।

১৯৯৪। ইবন আবী উমার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কু’ধারণা (মন্দ/খারাপ ধারনা) পোষণ করা থেকে বেঁচে থাকবে, কেননা, কু’ধারণা করা হল সবচে মিথ্যা কথা। সহীহ, গায়াতুল মারাম ৪১৭, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৮ [আল মাদানী প্রকাশনী]

হাদীসটি হাসান-সহীহ। ঈমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, আবদ ইবন হুমায়দ (রহঃ)-কে সুফইয়ান (রহঃ)-এর কতিপয় শাগরিদের বরাতে বলতে শুনেছি যে, সুফইয়ান বলেছেন, ধারণা হল দু’ধরণেরঃ এক প্রকারের ধারণা পাপ আরেক ধরণের ধারনা পাপ নয়। পাপ ধারণা হল কু’ধারণা করে তা অন্যকে ব্যক্ত করা। আর যে ধারণায় পাপ নেই তা হলো কোন ধারণা হলে তা ব্যক্ত না করা।

باب مَا جَاءَ فِي ظَنِّ السُّوءِ

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ قَالَ وَسَمِعْتُ عَبْدَ بْنَ حُمَيْدٍ يَذْكُرُ عَنْ بَعْضِ أَصْحَابِ سُفْيَانَ قَالَ قَالَ سُفْيَانُ الظَّنُّ ظَنَّانِ فَظَنٌّ إِثْمٌ وَظَنٌّ لَيْسَ بِإِثْمٍ فَأَمَّا الظَّنُّ الَّذِي هُوَ إِثْمٌ فَالَّذِي يَظُنُّ ظَنًّا وَيَتَكَلَّمُ بِهِ وَأَمَّا الظَّنُّ الَّذِي لَيْسَ بِإِثْمٍ فَالَّذِي يَظُنُّ وَلاَ يَتَكَلَّمُ بِهِ ‏.‏


Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"Beware of Zann (suspicion), for indeed Zann is the falsest of speech."