হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৮৫০

পরিচ্ছেদঃ তাজা খেজুরের সাথে কাঁকুড় খাওয়া।

১৮৫০। ইসমাঈল ইবনু মূসা ফাযারী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু জা’ফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে কাঁকুড় খেতেন।

সহীহ, সহীহাহ ৫৭, মুখতাসার শামাইল ১৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪৪ [আল মাদানী প্রকাশনী]

এ হাদীসটি হাসান-সহীহ-গারীব। ইবরাহীম ইবনু সা’দি (রহঃ) -এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।

باب مَا جَاءَ فِي أَكْلِ الْقِثَّاءِ بِالرُّطَبِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏.‏


Narrated 'Abdullah bin Ja'far:

"The Messenger of Allah (ﷺ) would eat snake cucumber with fresh dates.

[Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih Gharib, we do not know of it except as a narration of Ibrahim bin Sa'd.