হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৫৯

পরিচ্ছেদঃ রুকুতে হাঁটুদ্বয়ে হাত রাখা।

২৫৯. সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পূর্বে রুকূর মাঝে এইরূপ করতাম। পরে আমাদেরকে তা থেকে নিষেধ করে দেওয়া হয় এবং হাঁটুতে হাত রাখতে নির্দেশ দেওয়া হয়। কুতায়বা (রহঃ) সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করেছেন। - ইবনু মাজাহ ৮৭৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৯ [আল মাদানী প্রকাশনী]

হুমায়দ আস সাঈদীর নাম হল আবদুর রহমান ইবনু সা’দত ইবনুল মুনযির। আবূ উসায়দ আস সাঈদীর নাম হল মালিম ইবনু রাবীআ। আবূ হাসীনের নাম হল উছামন ইবনু আসিম আল আসা’দী। আবূ আবদির রাহমান আস সুলামীর নাম হল আবদুল্লাহ ইবনু হাবীব। আবূ ইয়াফূরের নাম হল আবদুর রাহমান ইবনু উবায়দ ইবনু নিসতাস। আবূ ইয়াফূর আল-আবদীর নাম হল ওয়াকীদ, মতান্তরে ওয়াকদান। তিনি আবদুর রাহমান ইবনু আবী আওফা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। উভয় আবূ ইয়ায়ূর ছিলেন কূফার বাসিন্দা।

باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَدَيْنِ عَلَى الرُّكْبَتَيْنِ فِي الرُّكُوعِ

قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ كُنَّا نَفْعَلُ ذَلِكَ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ الأَكُفَّ عَلَى الرُّكَبِ ‏.‏ قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ سَعْدٍ بِهَذَا ‏.‏ وَأَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ الْمُنْذِرِ ‏.‏ وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ مَالِكُ بْنُ رَبِيعَةَ ‏.‏ وَأَبُو حَصِينٍ اسْمُهُ عُثْمَانُ بْنُ عَاصِمٍ الأَسَدِيُّ ‏.‏ وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ حَبِيبٍ ‏.‏ وَأَبُو يَعْفُورٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ ‏.‏ وَأَبُو يَعْفُورٍ الْعَبْدِيُّ اسْمُهُ وَاقِدٌ وَيُقَالُ وَقْدَانُ وَهُوَ الَّذِي رَوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ‏.‏ وَكِلاَهُمَا مِنْ أَهْلِ الْكُوفَةِ ‏.‏


Sa'd bin Abi Waqas said:
"We would do that, but then we were prohibited from it, and we were ordered to put our hands on our knees."