পরিচ্ছেদঃ ১৩৬. কাপড়ে বীর্য লেগে গেলে।
৩৭২. মূসা ইবনু ইসমাঈল .... ইবনু ইব্রাহীম (রহঃ) থেকে আসওয়াদ (রহঃ)-এর সূত্রে বর্ণিত। আয়িশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় হতে মনী ঘষে উঠিয়ে ফেলতাম। অতঃপর তিনি ঐ কাপড় পরিধান করে নামায আদায় করতেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন। মুগীরা ও আবূ মাশার উপরোক্ত হাদীছের বর্ণনায় ঐক্যমত পোষণ করেছেন। আমাশ-হাকামের অনুরূপই বর্ণনা করেছেন।
باب الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيُصَلِّي فِيهِ . قَالَ أَبُو دَاوُدَ وَافَقَهُ مُغِيرَةُ وَأَبُو مَعْشَرٍ وَوَاصِلٌ .رَوَاهُ الأَعْمَشُ كَمَا رَوَاهُ الْحَكَمُ .
'Aishah reported:
I used to rub off the semen from the clothe of the Messenger of Allah (ﷺ). He would would pray in it.
Abu Dawud said: Mughirah, Abu Ma'shar, and Wasil also narrated it to the same effect.
Al-A'mash narrated it as narrated by al-Hakam.