হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২০৫৪

পরিচ্ছেদঃ ১২. মৃতের সমস্ত শরীর আবৃত করা

২০৫৪। যুহায়র ইবনু হারব ও হাসান হুলওয়ালী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইন্তেকালের পর ইয়ামনী চাদর দ্বারা আবৃত করা হয়।

باب تَسْجِيَةِ الْمَيِّتِ ‏

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ، الآخَرَانِ حَدَّثَنَا يَعْقُوبُ، - وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ - حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ، شِهَابٍ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ سُجِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ مَاتَ بِثَوْبِ حِبَرَةٍ ‏.‏


'A'isha reported:
When the Messenger of Allah (may peace be upom him) died, he was covered with a Yamani wrapper.